Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাজেট

১১নং পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের বাজেট উন্নয়ন সভার কার্য বিবরণ

সভাপতি                                  : মো: আবু ছাইদ শিকদার                                                                                                                      

                                                    চেয়ারম্যান

                                            ১১নং পিঞ্জুরী  ইউনিয়ন পরিষদ

সভার তারিখ                            : ০১/০১/২০১৭ ইং, সকাল- ১১.০০ঘটিকা

সভায় উপস্থিত সদস্যদের স্বাক্ষর  :   পরিশিষ্ট ‘ক’

          অদ্যকার সভায় সভাপতিত্ব করেন জনাব, মো: আবু ছাইদ শিকদার চেয়ারম্যান, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ, কোটালীপাড়া। সভাপতি সাহেব উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন।

০১। ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য বাজেট যাচাই বাছাই ও ঘোষনা।

           অতঃপর সভাপতি সাহেব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রণীত লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) ইউনিয়ন পরিষদ অপারেশন ম্যানুয়াল ২০০৯ (সংশোধিত) মোতাবেক প্রকল্প বাছাইয়ের জন্য সভাপতি মহোদয় উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ইউনিয়ন পরিষদের সচিব সভায় বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি সভায় বাছাইকৃত এবং অনুমোদিত প্রকল্প সমূহ বিবেচনার জন্য পেশ করেন।

 উপস্থিত ব্যক্তিবর্গ  ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য উক্ত প্রকল্প সমূহ নিয়ে সভায় বিসত্মারিত আলেঅচনা করা হয়।প্রকল্প অনুমোদনকালে প্রকল্পের মূল উদ্দেশ্য যাতে দারিদ্র বিমোচনে সহায়ক এবং পরিবেশ সহায়ক হয় সে বিষয়ে দৃষ্টি রেখে প্রকল্প বাছাই করা হয়।

       

আয়ের খাত

টাকা

ব্যয়ের খাত

টাকা

. নিজস্ব উৎসঃ      ইউনিয়ন কর, রেট ও ফিস

২,২০,০০০/=

রাজস্ব

৫,০০,০০০/=

১. বসত বাড়ীর বাৎসরিক মূল্যের উপর কর

৪০,০০০/=

১। সংস্থাপন ব্যয়

 ৫,০০,০০০/=

২. ব্যবসা, পেশা ও জীবিকার উপর কর

২০,০০০/=

ক. চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী

৫০,০০০/=

৩. অন্যান্য কর

 

খ. কর্মকর্তা/কর্মচারীদের বেতন ও ভাতা

৫০,০০০/=

৪. মটরযান ব্যতীত যানবাহনের উপর লাইসেন্স ফিস

২০,০০০/=

গ. ট্যাস্ক আদায় সংস্থাপন ব্যয়

৫০,০০০/=

. সরকারী সূত্রে অনুদান

 

ঘ. আনুষাঙ্গিক

১,০০,০০০/=

১. উন্নয়ন খাত

১২,০০,০০০/=

১. ষ্টেশনারী

 

ক. রাস্তা ঘাট মেরমত/ এলজিএসপি

 

২. বিবিধ

 

২. সংস্থাপন

 ৩,০০,০০০/=

খ. উন্নয়ন

৭০,০০০/=

ক. চেয়ারম্যান ও সদস্যবৃন্দের ভাতা

 

পূর্ত কাজ

ক. কৃষি প্রকল্প

 

১,৩০,০০০/=

সেক্রেটারী ও অন্যান্য কর্মচারীদের বেতন ভাতা

৬,০০,০০০/=

. অন্যান্য

২,০০,০০০/=

খ. স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী ব্যবস্থা

 

ক. ভূমি হস্তান্তর কর

 

গ. রাস্তা নির্মাণ/ মেরামত/ গৃহ নির্মাণ

১০,০০,০০০/=

গ. স্থানীয় সরকার সূত্রে

 

ঘ. শিক্ষা

২,০০,০০০/=

১. উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত টাকা

১,০০,০০০/=

গ. অন্যান্য

৫০,০০০/=

২. অন্যান্য

১,০০,০০০/=

ক. নিরীক্ষা ব্যয়

১,০০,০০০/=

 

 

খ. অন্যান্য

 

আগত তহবিল

     ১,০৪৭/=

উদ্বৃত্ত তহবিল

     ১,০৪৭/=

             সর্বমোট

২৮,০১,০৪৭/=

        সর্বমোট

২৮,০১,০৪৭/=

                                 সর্বমোট = আটাশ লক্ষ এক হাজার সাত চল্লিশ টাকা মাত্র।

০২। আইন শৃংখলা প্রসংগে।                                                                        

             অদ্যকার সভার সভাপতি মহোদয় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, আমাদের এলাকার আইন শৃংখলা পরিস্থিতি বর্তমানে খুব ভাল। এ-ব্যাপারে সভাপতি মহোদয় এলাকা  ভিত্তিক সদস্য/সদস্যা ও  গ্রামপুলিশদের নিকট খোজ খবরনেন। এলাকায় কোথাও কোন  অপরিচিত লোকজন দেখাগেলে তাহাদের ব্যাপারে খোজ খবর নেওয়ার জন্য গ্রাম-পুলিশদেরকে বলেন। এবং গাজা মদ ও নেশা জাতীয় কোন কিছুর ব্যবহার কারী বা বিক্রেতার সন্ধান পাওয়াগেলে তাৎক্ষনিক থানায় অবহিত করার জন্য বলেন। এলাকার সার্বিক পরিস্থিতির উপর নজরদারী আরো বৃদ্ধির জন্য সভাপতি সাহেব সবাইকে অনুরোধ করেন । উপস্থিত সকলে এলাকার শামত্মী শৃংখলা উন্নতী রাখার জন্য দৃঢ়-প্রতিজ্ঞাবদ্ধ হন।

০৩। উন্নয়ন মূলক কর্মকান্ড প্রসংগে।

      উন্নয়ন মূলক কর্মকান্ড প্রসংগে অদ্যকার সভাপতি মহোদয়  ২০১৭-২০১৮ অর্থ বছরে এ পর্যন্ত গৃহীত উন্নয়ন প্রকল্প সমূহ সম্পর্কে বিসত্মারীত আলোচনা করেন। প্রকল্প কাজের বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা করা হয়।  প্রকল্প কাজের অগ্রগতি ও সমাপ্তিতে সবাই সমেত্মাষ প্রকাশ করেন এবং বাজেট ঘোষনা করেন।

০৪। সার্বিক বিষয়ে আলোচনা।

          অদ্যকার সভার সভাপতি মহোদয় উপস্থিত সকল দপ্তরের প্রতিনিধিদের নিকট অত্রএলাকার তাহাদের কর্মকান্ড প্রসংগে জিজ্ঞাসাবাদ করেন। উপস্থিত প্রতিনিধিগন তাহাদের কর্মকান্ড তুলে ধরেন। প্রতিনিধিদের কর্মকান্ডে সভাপতি সহ সবাই সমেত্মাষ প্রকাশ করেন।

       অদ্য অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

                                                                                              (মো: আবু ছাইদ শিকদার)

                                                                                                       চেয়ারম্যান

                                                                                            ১১নং পিঞ্জুরী ইউপি কার্যালয়

                                                                                              কোটালীপাড়া-গোপালগঞ্জ

অনুলিপি সদয় অবগতির জন্যঃ-                                                            তারিখঃ ০১/০১/২০১৭ ইং-

০১। উপজেলা নির্বাহী অফিসার

      কোটালীপাড়া-গোপালগঞ্জ